জাতীয়

রাজধানীর মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের সূচনার সঙ্গে সঙ্গে দেশের মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবির নামাজ। এতে রাজধানীজুড়ে মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

শনিবার (১ মার্চ) রাতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবির প্রথম রাতে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। জায়নামাজ ও তসবিহ হাতে মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে নামাজের জন্য অপেক্ষা করেন। মসজিদের প্রবেশমুখে দেখা গেছে অস্থায়ী আতর ও টুপির দোকান, যেখানে নামাজে অংশ নিতে আসা অনেকে আতর কিনছেন ও পরিচিতদের দিচ্ছেন।   শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবির নামাজে ছিল বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি। জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২ মার্চ (রবিবার) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬ রমজান রাতে (২৭ মার্চ) পালিত হবে পবিত্র শবে কদর।

রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাসের শেষ ভাগে রয়েছে কদরের রাত, যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ উদযাপন করবে ঈদুল ফিতর।