দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাট যোগ্য হোটেল রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এসব রেস্তোরাঁয় ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে ভ্যাট জমা হচ্ছে না বলে ভোক্তারা নিয়মিত অভিযোগ করছে আসছে। এসব রেস্তোরাঁয় চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চালায় একই সঙ্গে ভোক্তাদের নিকট থেকে অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা সরকারি কোষাগারে জমা দেয় না। এ কারণে বাধত্যামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দেন। শুধু তাই নয় প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকাতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সাথে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখারও নির্দেশনা দেন। এমন পেক্ষাপটে মহাসড়কে অবস্থিত ভ্যাট যোগ্য হোটেল রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের মাধ্যমে সরকারি কোষাগারের রাজস্ব বৃদ্ধি পাবে।
এদিকে, মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য ভোক্তাদের অনুরোধ জানিয়েছে এনবিআর। ভ্যাট পরিশোধকারীদের প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদগুলোর মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাট দাতাদের পুরস্কার প্রদান করে।