সারা বাংলা

গাজীপুরে সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন

গাজীপুরে সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন

মাসব্যাপী ইফতারের আয়োজনের উদ্বোধন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। রবিবার (২ মার্চ) বিকেলে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন তিনি।

প্রথম দিনে কয়েক শত রোজাদারকে ইফতার করানো হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাসব্যাপী ইফতার করানো হবে।

এম মঞ্জুরুল করিম রনি জানান, সারা দিন রোজা শেষে অসহায় মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোজার প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে ইফতারের এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে টঙ্গী, কোনাবাড়ীসহ নগরের অন্যান্য স্থানে চলবে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেওয়া হয়েছে।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা পর্যাক্রমে মাসব্যাপি এ কার্যক্রম চলবে।