জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর) এবং নুরজাহান (৩৫)।

দগ্ধদের স্বজন মুহাম্মদ রুবেল বলেন, “আজ ভোর সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের  চাষাড়ার ২ নং চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়ির টিনশেড ঘরের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ আটজনকে চিকিৎসার জন্য ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।”

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের অধিকাংশরই অবস্থা আশঙ্কাজনক। আপাতত অবজারভেসনে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”