গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নুরিনা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে শহরের রেল স্টেশনের উত্তরে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (৩ মার্চ) সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দীর্ঘসময় নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও আজ দুপুরে তার পরিচয় শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ।
নিহত নুরিনা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা যান। খবর পেয়ে সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডিআরপি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ওই নারীর পরিচয় পাওয়া
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, “নিহত ওই নারীর পরিচয় পাওয়ার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি কি কারণে বা কিভাবে মারা গেছেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার হবে।”