আন্তর্জাতিক

ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩

ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩

ইসরায়েলের একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার উত্তর ইসরায়েলের হাইফা শহরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।খবর আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, “একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে একাধিক নাগরিককে ছুরিকাঘাত করে এবং পরে নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ নাগরিক তাকে ঘটনাস্থলেই হত্যা করে।”

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ৭০ বছর বয়সী এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া ত্রিশোর্ধ এক পুরুষ ও নারী এবং ১৫ বছর বয়সী এক ছেলে গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য ছিলেন, যিনি শফারাম শহরের বাসিন্দা এবং বিদেশে থাকার পর গত মে মাসে ইসরায়েলে ফিরে এসেছিলেন। আরব ভাষাভাষী দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের দ্বারা আক্রমণ বিরল। কারণ তারা সাধারণত ইসরায়েল রাষ্ট্রের প্রতি দৃঢ় আনুগত্য দেখিয়ে থাকে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি গত শনিবার শেষ হয়েছে। পূর্ব আলোচনা অনুযায়ী, প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবার কথা ছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নবায়নের আলোচনা স্থগিত হওয়ার পর, এই ঘটনা ঘটলো। 

রবিবার, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাসের সঙ্গে মতবিরোধের পর ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে।