ক্যাম্পাস

নোবিপ্রবিতে চাইনিজ ভাষা অগ্রাধিকার পাবে: উপাচার্য

নোবিপ্রবিতে চাইনিজ ভাষা অগ্রাধিকার পাবে: উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাঙ্গুয়েজ সেন্টারে চাইনিজ ভাষা অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

তিনি বলেছেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। যেখানে চাইনিজ ভাষা অগ্রাধিকার পাবে। এতে করে নোবিপ্রবি শিক্ষার্থীরাসহ প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের মানুষ চাইনিজ ভাষা শিখে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে।”

সোমবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) ও সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের যৌথ ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের বোর্ড সদস্য।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার। আমাদের দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়ন সূচকে চীনের অবদান রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এ সম্পর্ককে আরো তরান্বিত করতে সিসিএস প্রতিষ্ঠা করা হয়।”

তিনি আশা করে আরো বলেন, “চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী বিনিময়, গবেষণা পরিচালনা এবং নতুন টেকনোলজি ট্রান্সফারে সিসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভায় চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ ও ঢাবির বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ মতামত প্রদান করেন।

সেন্টার ফর চায়না স্টাডিজের (সিসিএস) এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে গত বছর ২৪ মার্চ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।