জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ হত্যা মামলায় প্রকৃত দোষীদের বাদ দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বিচারের নামে প্রহসন মানি না, মানবো না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আবু সাঈদ হত্যার মূলহোতাদের গ্রেপ্তার করতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়ে বিচার ব্যাবস্থার স্বচ্ছতার দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খোকন ইসলাম বলেন, “ছাত্রলীগের হামলার সময় ক্যাম্পাসে তৎকালীন ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক সাব্বীর আহম্মেদ চৌধুরী ছিলেন। তিনি পরে শিক্ষাছুটি নিয়ে নিরাপদে চলে যান। অথচ প্রক্টর শরিফুল ইসলামকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি যদি সেদিন মিথ্যা জবানবন্দি দিতেন, তাহলে আন্দোলন থেমে যেত।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, “সারা দেশ দেখেছে, পুলিশ গুলি চালিয়ে আবু সাঈদকে হত্যা করেছে। অথচ এখন মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, “ব্যক্তি শরিফুল ইসলাম হয়তো দায়িত্ব পালনে কিছু ভুল করতে পারেন। কিন্তু তিনি এমন অপরাধ করেননি যে, তার শাস্তি হবে। আমরা ব্যক্তি নয়, ন্যায়ের পক্ষে কথা বলছি। প্রকৃত দোষীদের বিচার চাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের প্রতিবাদ এবং অভিযোগ তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন অনেকে।