সারা বাংলা

ঈদের ছুটিতে দেশে এসে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

ঈদের ছুটিতে দেশে এসে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

রোজা ও ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসে চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে শহরের পুরানবাজারে গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাত ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।

নিহতদের স্বজনরা জানান, ইতালি প্রবাসী দুই খালাত ভাই গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে দেশে আসে। সোমবার রাতে তারা একটি মোটরসাইকেলে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য যায়। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে অভি মারা যায়। আর নিলয়কে গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন। 

এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।