পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। ২০২৩ সালের ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। মুক্তির পর সিনেমাটি যেমন সমালোচনার মুখে পড়েছিল, তেমনি বক্স অফিসেও ঝড় তুলেছিল।
‘অ্যানিমেল’ সিনেমায় একটি দৃশ্য সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাঁটতে দেখা যায় রণবীর কাপুরকে। প্রস্থেটিক ব্যবহার করে দৃশ্যটির শুটিং করার কথা ছিল। কিন্তু সর্বশেষ তা হয়নি। প্রস্থেটিক ছাড়া শুটিং করার কথা বলার সঙ্গে রাজি হয়ে যান রণবীর। মূলত, সন্দীপ রেড্ডি ভাঙার উপরে আস্থা রেখে নগ্ন হয়ে বিনা বাক্যে শট দেন এই অভিনেতা।
কয়েক দিন আগে স্ক্রিন-কে সাক্ষাৎকার দিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এ আলাপচারিতায় তিনি বলেন, “আমার যা পছন্দ, তারও তাই পছন্দ ছিল। কিন্তু এখনো জানি না এটা কীভাবে হয়েছিল। এমনকি, আমি যখন তাকে জিজ্ঞাসা করছিলাম, আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা, তখনো সে আমাকে বলেছিল, ‘যা করতে চান তা করতে থাকুন, এ নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না।”
রণবীরের নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ব্যাখ্যা করে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, “রণবীরের উরু এবং তার শরীরের নিচের অংশে প্রস্থেটিক ব্যবহার করেছিলাম। পরীক্ষামূলক শুটিংয়ে এটি নিখুঁত দেখাচ্ছিল। কিন্তু চূড়ান্ত শুটিংয়ের সময়ে সুন্দর লাগছিল না। দৃশ্যটি সম্পূর্ণ ফোকাসে রেখে শুটিং করার পরিকল্পনা করেছিলাম। হাঁটার সময়ে কুঁচকে যাওয়া অংশ ঢেকে রাখার জন্য প্রপস ব্যবহার করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রস্থেটিক সঠিকভাবে কাজ না করায় বলেছিলাম, ‘দৃশ্যটির শুটিং ফোকাসের বাইরে করব।”
পরের ঘটনা বর্ণনা দিয়ে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, “তাৎক্ষণিকভাবে সে (রণবীর) বলল, ‘ওকে, ঠিক আছে।’ এ নিয়ে কোনোরকম আলোচনা হয়নি। এটি দশ মিনিটের কথোপকথন ছিল, যেখানে আমি বলেছিলাম, ‘আউট অব ফোকাসে শুটিং করব। এতে করে দৃশ্যটিকে আরো বেশি ভুতুড়ে এবং কৌতূহলী করে তুলবে।’ সে প্রস্তুত ছিল। দেখুন, ফলাফল যেকোনো কিছু হতে পারে। কিন্তু যদি এটি ঘটে, তবে সিনেমাটি মজার হবে; সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য বলে মনে হবে।”
রণবীর কাপুরের সঙ্গে দারুণ বোঝাপড়া হওয়ার কারণে এমন সাহসী দৃশ্য রূপায়ন করা সম্ভব হয়েছে বলেও মনে করেন এই পরিচালক।
রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেন গুলশান কুমার। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৯১৫ কোটি রুপি।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে