সারা বাংলা

পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের

পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

বুধবার (৫ মার্চ) বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

এময় সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে মতবিনিময় করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। এর আগেও তিনি জেলার অন্যান্য থানা পরিদর্শন করেছেন।

পরে পদ্মা সেতু উত্তর থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামসহ থানায় কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করে আদালতের নাজির মো. আবু হানিফ জানান, থানার পুলিশ কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা ও সাধারণ মানুষ যেন হয়রানি থেকে রেহাই পায় এই বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আজ পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করেছেন। এর আগেও তিনি জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন।