খেলাধুলা

পিএসজি হারল ‘বিশ্ব সেরা’ গোলরক্ষকের বিপক্ষে!

পিএসজি হারল ‘বিশ্ব সেরা’ গোলরক্ষকের বিপক্ষে!

চ্যাম্পিয়নস লিগে বুধবার (৫ মার্চ, ২০২৫) দিবাগত রাতটা মূলত গোলরক্ষকদের। বার্সেলোনার বয়েচেক শেজনি বেনফিয়ার বিপক্ষে করেছেন ৭টি সেভ। অন্যদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে লিভারপুলের গোলরক্ষকও আলিসন বেকারও হয়ে উঠলেন ‘চীনের প্রাচীর’। প্যারিসের ক্লাবটির বিপক্ষে অসাধারণ দক্ষতা দেখানোর পর আলিসন জানালেন এটি তার জীবনের সেরা পারফরম্যান্স। আর লিভারপুল ম্যানেজার আর্নে স্লট আলিসনকে ‘বিশ্ব সেরা’ বলেছেন!

মাঠ পার্ক দে প্রিন্সে ম্যাচের শুরু থেকেই পিএসজি ও লিভারপুল কেউ কাওকে ছেড়ে কথা বলেনি। তবে পরিস্কার সুযোগ তৈরীতে একচেটিয়া দাপট দেখিয়েছে স্বাগতিক ক্লাব পিএসজি। তবে এরপরও সোনার হরিণ গোলের দেখা পাচ্ছিল না। পাবে কিভাবে? ম্যাচে অল রেডদের গোল রক্ষক আলিসন ঠেকালেন পিএসজির ৯টি দুর্দান্ত শট। এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের বীরত্বেই পিএসজির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

এক পর্যায়ে মনে হচ্ছিল আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি গোলশূন্য ড্র হবে। ম্যাচের ৮৬ মিনিটে লিভারপুল বস স্লট মোহাম্মদ সালাহকে তুলে মাঠে নামান তরুণ ফুটবলার হার্ভি এলিয়টকে। এই একটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মাঠে নামার পর মাত্র ৪৭ সেকেন্ডের ব্যবধানে স্বাগতিক পিএসজির জালে বল জড়িয়ে দিলেন এলিয়ট।

সাম্প্রতিক সময়ে পিএসজি দারুণ ফর্মে আছে। তারা আক্রমণাত্মক শক্তি নিয়ে বেশ আশাবাদীও ছিল। কিন্তু লিভারপুলের গোলকিপারকে পরাজিত করার কোনো উপায় খুজে পায়নি ফ্রান্সের জায়ান্টরা। দলের আক্রমণে ছিলেন উসমান দেম্বেলি, ব্র্যাডলি বারকোলা ও খিচা কাভারাস্কেইয়া। তবে তারা আলিসনের বিপক্ষে ছিলেন অসহায়।

চ্যাম্পিয়নস লিগর এক ম্যাচে ক্লিন শিট রেখা গোলরক্ষকদের মাঝে আলিসনের ৯টি সেভ এই মৌসুমে সবচেয়ে বেশি। ম্যাচ শেষে আলিসন বলেন, “সম্ভবত আমার জীবনের সেরা পারফরম্যান্স… কোচ আমাদের বলেছিলেন যে পিএসজির বিপক্ষে খেলা বেশ কঠিন হবে। আমরা প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করে জানলাম কী আসছে, তাদের দলে কী পরিমাণ গুণগত মান রয়েছে। প্রস্তুতিস্বরূপ আমরাও কঠোর পরিশ্রম করেছি।”

অল রেড কোচ স্লট তার গোলরক্ষককে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, “আমার মনে হয় না আমি এমন কোনো গোলরক্ষকের সঙ্গে কাজ করেছি, যে এই পর্যায়ে খেলে। স্বাভাবিকভাবেই সে (আলিসন) বিশ্বের সেরা। আমি অনেক ভালো ফিল্ড ফুটবলারের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমি কখনও বিশ্বের সেরা গোলরক্ষক পায়নি। আমার কাছে সেই সেরা। আজ সেটা আবারও প্রমাণ করেছে।”