পতিত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছিল সিংড়া থানা পুলিশ। এ ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে তারা।
পুলিশের দাবি, উত্তেজিত জনতার কাছ থেকে ভবনটি বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে। যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই যুবক সিংড়া পৌরশহরের গোড়াউনপাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয়তলার গ্রিলের সঙ্গে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। টানানো ব্যানারটিতে লেখা ছিল ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া, নাটোর।’
গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার ৭টার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুই যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যায় বলে জানা যায়। ঘটনাটি জানাজানি হলে সেখানে উৎসুক লোকজন জড়ো হন। গত বুধবার (৫ মার্চ) সকালের কোনো এক সময় ব্যানারটি খুলে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, “ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পরে আমাদের কাছে তথ্য এসেছে, যে কোনো সময় রাজনৈতিক ট্যাগ দিয়ে এই (জুনাইদ আহমেদ পলকের) বাড়িটি ভাঙা হতে পারে। এজন্য ওটা (ব্যানার) দিয়েছি, যাতে রক্ষা পায় বাড়িটি।”
ব্যানারটি খুলে ফেলার কারণ জানতে চাইলে ওসি বলেন, “আমরা শুধুমাত্র জানান দিলাম, আমরা আছি এখানে।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিকেলেই সিংড়ার গোডাউনপাড়াস্থ পলকের তিন তলা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।