সারা বাংলা

মাগুরায় বোনের বাড়িতে এসে ‘ধর্ষণের’ শিকার শিশু

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার হয়েছে এক শিশু বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় ঘটনাটি ঘটে। 

প্রতিবেশীরা জানান, চারদিন আগে শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটির বোনের কান্নাকাটির আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দেখতে পান, ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় শিশুটি পড়ে আছে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ছিল। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কলেজ হাসপাতালে পাঠান। 

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অচিরেই বিস্তারিত ঘটনা প্রকাশ করা হবে।”