মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে এক শিশু ‘ধর্ষণের’ শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করে পুলিশ। এবার আটক করা হয়েছে শিশুটির দুলাভাই মো. সজীব শেখকে।
শুক্রবার (৭ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী।
আরো পড়ুন: মাগুরায় বোনের বাড়িতে এসে ‘ধর্ষণের’ শিকার শিশু
গতকাল বৃহস্পতিবার রাতে সজীবকে আটক করা হয়।
প্রতিবেশীরা জানান, চারদিন আগে শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটির বোনের কান্নাকাটির আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দেখতে পান, ঘরের মেঝেতে শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান রাইজিংবিডি ডটকমের ঢামেক প্রতিনিধি বুলবুল চৌধুরী।
শিশুটির মা জানান, বোনের বাড়িতে মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন ধর্ষণ করেছে। কে তাকে ধর্ষণ করেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুবাস রঞ্জন হালদার বলেন, “মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ আর হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। মেয়েটির অবস্থা শঙ্কামুক্ত না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন, “আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির বোন জামাই ও বোনের শ্বশুরকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”