খেলাধুলা

ঈদের আগে ডিপিএলে খেলতে পারবেন না মুশফিক

ঈদের আগে ডিপিএলে খেলতে পারবেন না মুশফিক

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না পেসার মুশফিক হাসানের। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই পেসার।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে গত ৬ মার্চ মাংসপেশিতে টান লেগে মাঠের বাইরে চলে যান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশফিকে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। তবে ঈদের আগে তাকে আর পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। মুঠোফোনে দেবাশীষ বলেন, “ওর মাংসপেশিতে টান লেগেছে। দুই সপ্তাহ লাগবে কমপক্ষে সুস্থ হয়ে ফিরতে। ঈদের আগে খেলার সম্ভাবনা নেই। খুব কঠিন হবে।”

ধারণা করা হচ্ছে রোজা রেখে খেলায় পানিশূন্যতা থেকে এমন হতে পারে। তবে নিশ্চিত নন বিসিবির এই চিকিৎসক, “হতে পারে। কিন্তু এটার কোনো প্রমাণ নেই। এমনিতে আমাদের নির্দেশনা হচ্ছে ম্যাচের আগের দিন, ম্যাচের দিন এবং পরের দিন পরিচর্যা করতে। এটাতো লম্বা সময়ের খেলা। যার যার ব্যক্তিগত ব্যাপার।”

রূপগঞ্জের বিপক্ষে মুশফিক বোলিং করেছেন মাত্র ১.৩ ওভার। ওভারের মাঝেই ছিটকে যান। বাকি ৩ বল করে দেন রনি তালুকদার। মুশফিক এদিন ১৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। এদিকে ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদও ছিটকে গেছেন। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বয়ে আনা চোটের কারণে লম্বা সময় তাকে পাবে না মোহামামেডান। মাহমুদউল্লাহর পর মুশফিকের চোট নিশ্চিতভাবে তামিম ইকবালের দলকে টুর্নামেন্টে ভোগাবে।