নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এই পদে এখনও কাউকে দায়িত্ব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বিসিবি প্রেসিডেন্ট শনিবার (৮ মার্চ, ২০২৫) গণমাধ্যমে যে ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্ট, লিটন দাসের কাঁধে উঠছে টি-টোয়েন্টির নেতৃত্বের ভার।
টি-টোয়েন্টির অধিনায়ক কে হচ্ছেন, এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, “আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুয়েকজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ইনজুরির কারণে ছিলেন না শান্ত। তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজদের টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা নেই।
বর্তমান দলের একমাত্র লিটনই আছেন যিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটনের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।
এবার পাকাপাকিভাবে লিটনের কাঁধে উঠতে যাচ্ছে নেতৃত্বের দায়িত্ব। লিটন ৯৫ টি-টোয়েন্টিতে ২২.৪০ গড়ে করেছেন ২ হাজার ২০ রান।
ওয়ানডেতেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লিটনের। লাল সবুজের জার্সিতে ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর লিটনও আলোচনায় ছিলেন অধিনায়কত্ব নিয়ে। পরবর্তীতে বোর্ড শান্তকেই বেছে নেয়।
এদিকে অফ ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি লিটনের। এর মধ্যে যদি টি-টোয়েন্টির নেতৃত্বের দায়িত্ব পান তাহলে কেমন করেন এখন সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।