খেলাধুলা

সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট

গত বছরই বাংলাদেশে এসে দুই টেস্ট খেলার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ভাবনায় রেখে দুই দল তখন পাঁচ ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। পিছিয়ে যাওয়া দুই ম‌্যাচের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। স্থগিত হওয়া সিরিজটিই হচ্ছে এবার।

চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। দুইটি ম‌্যাচই হবে ঢাকার বাইরে। সিলেটে প্রথম টেস্ট ২০ থেকে ২৪ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে। ১৫ এপ্রিল অতিথিরা বাংলাদেশে এসে পৌঁছবেন। কোনো প্রস্তুতি ম‌্যাচ ছাড়াই অতিথিরা সরাসরি মাঠে নামবেন। অবশ‌্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময়ও পাচ্ছেন তারা। টেস্ট খেলতে জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

ঢাকা প্রিমিয়ার লিগের জন‌্য ব‌্যস্ত সময় যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ঈদের পর প্রিমিয়ার লিগের সুপার লিগের ম‌্যাচ শুরু হবে মিরপুরে। উইকেট পর্যাপ্ত বিশ্রাম পাবে না। এজন‌্য ঢাকায় কোনো ম‌্যাচ রাখেনি বিসিবি।

অবশ‌্য মিরপুরে ম‌্যাচ না পাওয়া নতুন কোনো ঘটনা নয়। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ম‌্যাচ খেলেছিল সিলেট ও চট্টগ্রামে। যদিও সে ম‌্যাচ দুটির অভিজ্ঞতা সুখকর হয়নি। জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় দুটিতে।