মাগুরার শিশু ‘ধর্ষণের’ ঘটনার মাঝে ফরিদপুরেও একই খবর পাওয়া গেছে। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলা ডাঙ্গী গ্রামে সাড়ে চার বছরের শিশুকে ‘ধর্ষণকালে’ স্থানীয় জনতা এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে- এমন খবর মিলেছে।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত ওই কিশোর একই গ্রামের হাসান বিশ্বাসের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, চার বছরের শিশুকে শুক্রবার রাতে সুধীর মল্লিকের হোটেলের কর্মচারী (১২-১৩ বছরের কিশোর) ঘুরে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে শিশুটিকে ‘ধর্ষণ’ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরকে ধরে ফেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।