খেলাধুলা

তৃতীয় বিভাগ বাছাই লিগের ‘মেধাবী ক্রিকেটার’দের পরিচর্যায় বিসিবি

তৃতীয় বিভাগ বাছাই লিগের ‘মেধাবী ক্রিকেটার’দের পরিচর্যায় বিসিবি

“আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে, ঢাকার ঘরোয়া ক্রিকেটে প্রবেশ দ্বারা, ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে পথ চলায় আমি ও আমার দল সৎ থাকব”- এভাবেই তৃতীয় বিভাগ বাছাই লিগের অধিনায়কদের শপথ করান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শনিবার (৮ মার্চ, ২০২৫) সকালে মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। নানা আয়োজনের মধ্যে অন্যতম ছিল ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করানো।

সাত বছর ধরে বন্ধ থাকার পর আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইপর্বের প্রতিযোগিতা। বাছাইপর্বে মোট ৬০ দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ম্যাচ সংখ্যা ১২০টি। এরপর সুপার লিগ মাঠে গড়াবে। সেখান থেকে সেরা ১২ দল মাঠে নামবে। ১২ দল নিয়ে দুটি গ্রুপ করা হবে। সেখানে ম্যাচ হবে ৩০টি।

দুই গ্রুপে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে। সিটিক্লাব, পিকেএসপি-১, পিকেএসপি-২, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেগুরিয়া স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, মাসকো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট থেকে মেধাবি ক্রিকেটারদের তুলে আনতে চান বিসিবি প্রেসিডেন্ট ফারুক, “এখান থেকে কিছু ‘র’ ট্যালেন্ট আসবে। সবসময় যে, এখান থেকে ক্রিকেটার পাব তা জরুরি নয়। তবে আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে। ওই ট্যালেন্ট হান্টিংয়ের মতো ব্যাপার হবে।”

“তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা প্রতিভাবান থাকবে, আমাদের লোকজন খেলা দেখবে, তারা প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করবে। সংখ্যায় যতোই হোক, পরবর্তীতে তাদের যেন আমরা পরিচর্যা করতে পারি। ‘র’  ট্যালেন্ট বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ”- যোগ করেন ফারুক।