ক্যাম্পাস

নারী দিবসে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী

নারী দিবসে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নারীর চোখে পৃথিবী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এ প্রদর্শনীর আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে তিনটি বিভাগে ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর বিষয়সমূহ হলো- ‘প্রীতিলতার বাংলা’, ‘জুলাই আন্দোলনে নারী’ ও ‘সহিংসতা প্রতিরোধে ব্যঙ্গচিত্র’।

‘প্রীতিলতার বাংলা’ শীর্ষক বিভাগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশের মহীয়সী নারীদের ছবি প্রদর্শিত হয়েছে।‘জুলাই আন্দোলনে নারী’ শীর্ষক বিভাগে জুলাই আন্দোলনে নারীদের তেজস্বী ও সাহসী চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও ‘সহিংসতা প্রতিরোধে ব্যঙ্গচিত্র’ বিভাগে সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা সংশ্লিষ্ট ব্যঙ্গচিত্র এবং নারীর অধিকারের প্রতি সচেতনতামূলক ছবি প্রদর্শিত হয়।

আয়োজন সম্পর্কে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদমান অলীভ বলেন, “একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার এত বছর পরও নারীরা পরাধীনতার পিতৃতন্ত্রের শেকলে আবদ্ধ। এর চেয়ে ভীতিকর কিংবা মর্মান্তিক বিষয় আর কিছু হতে পারে বলে মনে হয়। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সর্বদাই ন্যায়ের কথা বলে, ন্যায্য দাবীর কথা বলে, নারীর অধিকারের কথা বলে। তাই একজন নারী তার প্রতিনিয়ত চলার পথে পৃথিবী নানা রূপকে কীভাবে দেখছে, সেটা তুলে ধরতে আমরা আন্তর্জাতিক নারী দিবসে এই 'নারীর চোখে পৃথিবী' নামক প্রদর্শনীটি আয়োজন করি।”

তিনি বলেন, “আমরা মূলত তুলে ধরতে চেয়েছি- একজন নারী কতটা শক্তিশালী, কতটা মহীয়সী যেটা আমরা প্রীতিলতার বাংলা ও জুলাই আন্দোলনে নারী পর্বে দেখতে পাই। পাশাপাশি নারীদের প্রতিনিয়ত যে ভয়াল পিতৃতন্ত্রের মুখোমুখি হতে হয়, তার বিভিন্ন ব্যাঙ্গচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা চাই, আজ থেকেই সব নারী নিপীড়ন ও সহিংসতা বন্ধ হোক এবং নারীরা মুক্ত ডানা মেলে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার স্বাদ উপভোগ করুক। এজন্য সবাইকে একত্রে এগিয়ে আসার আহ্বান জানাই।”

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবীন বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর চোখে পৃথিবী’নামক ছবি প্রদর্শনী আয়োজন করেছি। নারীর চোখে পৃথিবী আসলে কেমন? ভীতিকর না স্বস্তির? আপোষের না লড়াইয়ের? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এ আয়োজন। এতে জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজস্বী নারীদের জাগরণ ও অধিকার আদায় সংশ্লিষ্ট বিভিন্ন ছবি রেখেছি। তার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন ব্যঙ্গচিত্র সংগ্রহ করে উপস্থাপন করেছি।”

তিনি বলেন, “আমরা চাই নারী তার জাগরণী ভূমিকায় সব ধরনের বৈষম্যে ও নিপীড়নের বাঁধ ভাঙুক এবং পৃথিবী নিপীড়নমুক্ত হোক। নারীর চোখে পৃথিবী হোক স্বস্তির- এই প্রত্যয়েই আমাদের এ আয়োজন।”