সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার বনভূমি গ্রামে ঘটনাটি ঘটে। দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান লুৎফুর ও বীর মুক্তিযোদ্ধা আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। আজ একটি পক্ষ বিষয়টি মীমাংসা করতে আলোচনায় বসতে চাইলে অন্য পক্ষ তাতে রাজি হয়নি। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় লুৎফুর পক্ষের লোকজন গুলি চালালে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হন ২৫ জন। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ১৪ জন ও অপর পক্ষের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।”