সুনামগঞ্জের ছাতকে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান (৪২) নামের একজনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) গ্রামের মসজিদের ইমাম ও খতিব।
রবিবার (৯ মার্চ) দুপুরে অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ও শনিবার শফিুকুর রহমান ভিকটিমকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন। শনিবার বিকেলে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় তিনি কোনো সদুত্তর না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘‘কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শফিকুর রহমানকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’