বিনোদন

খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

বাঙালি উৎসব প্রিয়। যে-কোনো উৎসবে পোশাকে বৈচিত্র চান তারা। কিছুদিন পরই ঈদুল ফিতর। ক্রেতার চাহিদা অনুযায়ী, নিত্যনতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর ফ্যাশন হাউজগুলো। উৎসবের সময় যত ঘনিয়ে আসছে, জমে উঠছে এইসব ফ্যাশন হাউজ।

এরই মধ্যে জমকালো আয়োজনে রাজধানীর উত্তরায় খন্দকার’স ফ্যাশন হাউজের উদ্বোধন করা হলো। সম্প্রতি ফ্যাশন হাউজটি উদ্বোধন করেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, খন্দকার’স ফ্যাশন হাউজের কর্ণধার আরিয়াম খন্দকার। ফ্যাশন হাউজ উদ্বোধন করতে গিয়ে ‘জংলী’ সিনেমা প্রচারণা করেন এই দুই নায়িকা। তাদের অভিনীত ‘জংলী’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কেক কেটে খন্দকার’স ফ্লাগশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুবলী-দীঘি। প্রতিষ্ঠানটির অন্যতম পণ্য হ্যাভি প্যাডিং জ্যাকেট, সুয়েট শার্ট, হুডি। সামারের জন্য রয়েছে উচ্চ মানের টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কার্গো জগার্স, পাঞ্জাবি ও অন্যান্য নান্দনিক ডিজাইনের পোশাক ঘুরে দেখেন তারা।