খেলাধুলা

সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ 

সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ 

বেতন কাঠামোসহ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এ+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ পাবেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।

আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম এ ক্যাটাগরি থেকে মাসিক বেতন পাবেন ৮ লাখ টাকা করে। এ চার জনের মধ্যে একমাত্র মুশফিক শুধু টেস্ট সংস্করণে আছেন।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে এ+ ক্যাটাগরিতে ছিলেন শান্ত। এবার ক্যাটাগরি এক ধাপ নিচে নামলেও বেতন বেড়েছে ১০ হাজার। তিন সংস্করণ মিলিয়ে শান্তর বেতন ৭ লাখ ৯০ হাজার ছিল।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২০২৫ সালের জন্য ২২ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বোর্ড। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় চুক্তিতে নেই মাহমুদ উল্লাহ রিয়াদ।

বি ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে।

সি ক্যাটাগরি থেকে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজীদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান পাবেন ৪ লাখ টাকা করে।

আর সর্বশেষ ডি ক্যাটাগরি থেকে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।

এবার চুক্ততে নতুন করে এসেছেন নাহিদ রানা, জাকের আলি, রিশাদ, তানজিদ হাসান, সাদমান ইসলাম ও সৌম্য সরকার। বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান।