বরগুনা সদরের পাতাকাটা এলাকায় কৃষক আনোয়ার হাওলাদার হত্যা মামলায় তার ভাতিজা মো. ছগির হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
সোমবার (১০ মার্চ) রাতে পটুয়াখালীর নজিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে বরগুনা থানায় হস্তান্তর করেন তারা।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গত ৮ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের জেরে বিষ পান করিয়ে চাচা আনোয়ার হোসেনকে হত্যার চেষ্টা করেন ছগির। এরপর আনোয়ার হোসেন দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চাচার মৃত্যুর দায়ে ১৫ ফেব্রুয়ারি ছগির হোসেনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই ছগির পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত ছগিরের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।
ছগির বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে।