সারা বাংলা

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি কর্মী গ্রেপ্তার

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় সোহেল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোহেল হোসেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় বিএনপি সমর্থক।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে মহেশপুর থানা পুলিশের একটি দল গ্রেপ্তার অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে মহেশপুর উপজেলা জামায়াতের নারী সদস্যরা সভার আয়োজন করে। বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ওই সভার আয়োজন করা হয়। 

সভা চলাকালে স্থানীয় হায়াত আলীর ছেলে ঝুমুর (৫০), ওমর আলীর ছেলে আলআমিন (৪০), আব্দুল কাদেরের ছেলে সোহেল (৩৫), আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (৫০) ও ফকির মিয়ার ছেলে আশরাফুলের (৩৫) নেতৃত্বে কয়েকজন মিলে তাদের উপর হামলা চালায়। 

এসময় হামলাকারীরা জামায়াতের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্চিত করে বলেও অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ওই ঘটনায় পরদিন রোববার (৯ মার্চ) হাসিনা খাতুন নামে জামায়াতের এক নারী কর্মী বাদি হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় আল আমিন, ঝুমুর, সোহেল ও সাহেব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। হাসিনা খাতুন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নারী জামায়াতের সদস্য ও রুকন।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বরেন, “জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সোহেল নামে একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। সোহেল বিএনপির সাধারণ কর্মী। অন্য আসামিরাও বিএনপিকর্মী। তবে কারো কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলে জেনেছি।”