সারা বাংলা

রাজশাহীতে ‘ধর্ষণ’ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে হাবিবুল হাসান হাসিব (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী নগরের সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।

বুধবার (১২ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৪ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে একটি বাসায় নিয়ে অন্য দুইজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন হাসিব। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান এবং মোবাইলের সিম পাল্টে ফেলেন। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী।

র‌্যাব আরো জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসিব। তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাসিবের দুই সহযোগিকেও গ্রেপ্তারের চেষ্টা করছে র‌্যাব।