আইন ও অপরাধ

নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো

ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার পাঁচ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে একদল মানুষ।

আওয়ামী লীগ আমলের ক্ষমতাধর নেতা নানকের এই সহযোগীর নাম গোলাম মোস্তফা, যাকে নানকের পাশে পাশে দেখা যেত। 

বুধবার (১২ মার্চ) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি-ব্লকের ৭ নম্বর রোডে গোলাম মোস্তফাকে কয়েকজন কর্মচারী ও স্থানীয় লোকজন মিলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। মোহাম্মদপুর থানা পুলিশ এই তথ্য দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে লালমাটিয়ার বি-ব্লকের ৭ নম্বর রোডে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে যায়। তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর সময় আশপাশে থাকা ৮-১০ জন সিকিউরিটি গার্ড ও স্থানীয় কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়।

গোলাম মোস্তফা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনের সময় নানককে ২৫ লাখ টাকা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘‘পুলিশ লালমাটিয়া এলাকায় গোলাম মোস্তফা নামের এক আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় তার কয়েকজন কর্মচারী ও স্থানীয় লোকজন মানবঢাল তৈরি করে তাকে গ্রেপ্তারে বাধা দেয়। পুলিশ আসামিকে নিয়ে আসতে চাইলে তারা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।’’

ওসি আলী ইফতেখার হাসান বলেন, ‘‘তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের কাজে বাধা দেওয়ায় বাকিদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’’

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘‘মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে করতে লালমাটিয়া এলাকায় যায়। কিন্তু সেখানে কিছু লোক আগে থেকেই অবস্থান করছিল, তারা তাকে গ্রেপ্তার করতে বাধা দেয়।’’