আন্তর্জাতিক

কুরস্ক পুনরুদ্ধার করলো রাশিয়া

কুরস্ক পুনরুদ্ধার করলো রাশিয়া

রাশিয়া কুরস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সুদঝা পুনরুদ্ধার করেছে। এর আগে ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলটি দখল করেছিল। বৃহস্পতিবার বিবিসি রুশ বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার এ দাবির ব্যাপারে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

রাশিয়া জানিয়েছে, তারা কুরস্কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

রাশিয়া এমন সময় কুরস্ক পুনরুদ্ধার করলো যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র মস্কোতে প্রতিনিধি দল পাঠাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে কিয়েভ। এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।

এদিকে, বুধবার সামরিক পোশাক পরে কুরস্ক অঞ্চল সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে সামরিক পোশাক পরে যুদ্ধক্ষেত্র পরিদর্শনের অর্থ হচ্ছে, পুতিন বোঝাতে চাইছেন, রাশিয়ার মর্জিমতো যুদ্ধবিরতি চুক্তি না হলে তারা ইউক্রেনে হামলা বন্ধ করবে না।