হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উদ্যানের একটি টিলায় আগুন লাগে।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে এক একরের বেশি বনাঞ্চল।
বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধূমপান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অল্পের জন্য উদ্যানটির প্রাণ-প্রকৃতি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তবে, আগুনে পুড়ে গেছে এক একরের বেশি বনাঞ্চল।’’