সারা বাংলা

হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইমরান মিয়া নামের এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, “মামলাটি গ্রহণ করে এফআইআর করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই বিশ্বজিৎকে।”

মামলার বাদী ইমরান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও হবিগঞ্জ জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক ফয়জুর রহমান রবিন, রুবেল মহালদার, মাহবুবুল তালুকদার, সাহাব উদ্দিন আহমেদ, শাহ আলমগীর, আলম মিয়া, মাহফুজুর রহমান বাবুল, মোবারক মিয়া, সেলিম মিয়া, হোসাইন মো. আক্তার, দেবাশীষ রায় পোদ্দার, মো. মুখলিছ মিয়া, তাজুল ইসলাম, আকাশ মহালদার, খলিল মিয়া, ফখর উদ্দিন সাজিদ, বকুল মিয়া, হাজী মো. ইকবাল, হোসাইন মো. রেজা, সজল মিয়া, রিপন মিয়া, মিলন মিয়া, ছালেক মিয়া, হারুন মিয়া, এনু মিয়া, রবিউল আউয়াল, সুজন রায়, তৈয়বুর রহমান স্বপন, পংকজ কুমার সাহা, জয়নাল চৌধুরী, শাকিব মহালদার, রাসেল মিয়া, জানু মিয়া, জিলু মিয়া, শফিউল আলম সানি ও লোকমান হোসেন।

আসামিদের বিরুদ্ধে মামলায় ৪ আগস্ট দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ আনা হয়েছে। হামলায় বাদী গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে দাবি করেছেন।