মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপেল মাহমুদ (৪২) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চান মিয়া শিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর ভুক্তভোগীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যান আপেল মাহমুদ। পরে সেখানে আটকে রেখে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় গত ৭ জানুয়ারি শিবচর থানায় মামলা হয়। তবে, মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন আপেল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।