সারা বাংলা

বিপুল পরিমাণ টাকাসহ নির্বাহী প্রকৌশলী আটক 

বিপুল পরিমাণ টাকাসহ নির্বাহী প্রকৌশলী আটক 

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ আটক করেছে পুলিশ। 

একই সঙ্গে টাকা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে সিংড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে বিপুল পরিমাণ টাকাসহ ওই প্রকৌশলীকে আটক করা হয়। 

আটক ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে নাটোর-বগুড়া- রাজশাহী মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছিল। এসময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেওয়া হয়। 

‘এসময় প্রাইভেটকার তল্লাশি করে কালো কাপড়ের ব্যাগের ভিতর থেকে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।” 

তিনি আরো বলেন, “উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে গাইবান্ধা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সাজ্জাদ হাসনাইন বলেন, “স্যার গতকাল সকালে রংপুর বিভাগীয় অফিসে মিটিংয়ে গিয়েছিলেন। বিকালে গাইবান্ধা ফিরে আসেন এবং সন্ধ্যা সাতটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এতগুলো টাকা নিয়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক।”