আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ট্রাম্প

পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে অবসান হওয়ার সম্ভাবনা খুব বেশি।”

ট্রাম্প জানান, তিনি পুতিনকে ‘সম্পূর্ণরূপে ঘেরা’ ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন।

যুদ্ধ অবসানে ওয়াশিংটনের প্রস্তাব নিয়েয় বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সাথে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের দীর্ঘ বৈঠক হয়েছে। পুতিন প্রস্তাবকে স্বাগত জানালেও এর মধ্যে আরো কিছু বিষয় সংযোজন-বিয়োজন করতে হবে বলে মত প্রকাশ করেছেন।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে বিষয়টি নিয়ে টেলিফোনে আলাপ হবে। তবে কবে এই আলাপ হবে তা জানানো হয়নি।