সারা বাংলা

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

হবিগঞ্জের বানিয়াচং থেকে অপহৃত আট বছরের শিশু নাহিদুল ইসলামকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারী—মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত করে এবং রাত পৌনে ৯টায় সফল অভিযান পরিচালনা করে।

উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, আর গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।