আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন আলোচনা চলতি সপ্তাহে

ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। রবিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের কাছে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন। ইউক্রেন প্রস্তাব মানলেও তাতে পাল্টা শর্ত আরোপ করেছেন পুতিন। এই পরিস্থিতিতে  ওয়াশিংটন এবং কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য মস্কোকে চাপ দিচ্ছে।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মনে করেন ‘চলতি সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই একটি ভালো এবং ইতিবাচক আলোচনা হবে।’

এর আগে মস্কো জানিয়েছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার রাশিয়ান প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভকে ফোন করেছেন এবং গত মাসে সৌদি আরবে মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে ‘মঝোতা বাস্তবায়নের সুনির্দিষ্ট দিকগুলো’ নিয়ে আলোচনা করেছেন।