সারা বাংলা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার গোলারপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবেশে থাকা ছিনতাইকারী মোস্তফাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে আহতাবস্থায় অটোরিকশা নিয়ে বাংলাবাজার এলাকায় একটি ব্রিক ফিল্ডের সামনে পৌঁছান। এ সময় ডাক-চিৎকার করলে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস বলেন, ‘‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’’