দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির জানালার গ্রিল ভেঙে এক মাদক কারবারি পালিয়ে গেছেন। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটলেও সোমবার (২৪ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হয়।
পালিয়ে যাওয়া আসামির নাম রয়েল। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, “যৌথ বাহিনী গত শনিবার রাত অভিযান চালিয়ে রয়েলকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করে। তারা তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখে। পরে রুমে থাকা অবস্থায় জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।”