বরগুনার গলাচিপা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমরান পরিবহন নামের একটি বাসে ডাকাতি হয়েছে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সোমবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে বলেন, “কাছাকাছি এলাকায় পুলিশ টহলরত অবস্থায় ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই ডাকাতদল পালিয়ে যায়। আমরা অল্প সময়ের মধ্যেই ডাকাত দলের সব সদস্যকে গ্রেপ্তার করব।”
যাত্রীরা জানান, রাত ১০টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসে ইমরান পরিবহনের বাসটি। সড়কে গাছ ফেলে সড়ক বন্ধ করে ডাকাতি করে সশস্ত্র ডাকাত দল। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনলুট করে নিয়ে যায়।
বাসটির যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, “চান্দখালী এলাকা পাড় হয়ে গলাচিপা এলাকায় প্রবেশ করতেই সড়কে গাছ ফেলে ডাকাতরা। তারা তিনটি বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, গহনা, নতুন পোশাকসহ যার কাছে যা পেয়েছে সব কিছু ছিনিয়ে নিয়েছে তারা। এরপর ডাকাতরা চলে যায়।”