খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজরে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
ওসি জাকারিয়া বলেন, “রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, তৃপ্তি হোটেল থেকে আগুন লেগেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, “খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় কাপড়, হার্ডওয়্যারসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান।”
এর আগে, গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর সন্ত্রাসীদের দেওয়া আগুনে লারমা স্কয়ারে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।