খেলাধুলা

সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটায়ও বড় ব্যবধানে হার মানল পাকিস্তান। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে ওয়েলিংটনে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১২৮ রান তোলে। জবাব দিতে নেমে টিম সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিলো কিউইরা।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লে’তেই তারা দুজন তুলে ফেলেন বিনা উইকেটে ৯২ রান। এ সময় মাত্র ২৩ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন সেইফার্ট।

দলীয় ৯৩ রানের মাথায় অ্যালেন ফিরেন সুফিয়ান মুকিমের বলে বোল্ড হয়ে। মাত্র ১২ বলে ৫টি চার ও ১ ছক্কায় ২৭ রান করে যান তিনি। অ্যালেন বিদায় নিলেও থামেনি সেইফার্ট ঝড়। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ১০৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মার্ক চ্যাপম্যানকেও ফেরান মুকিম। ৭ বল খেলে ৩ রান করে যান তিনি।

এরপর দশম ওভারে গিয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সেইফার্ট মাত্র ৩৮ বল খেলে ৬টি চার ও ১০ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের জন্য তিনি মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তার আগে বল হাতে পাকিস্তানকে দিশেহারা করেন জিমি নিশাম। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। জ্যাকব ডাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন বেন সিয়ার্স ও ইশ সোধি।

নিউ জিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটসম্যানদের মাত্র দুইজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সালমান আলী আগা ৩৯ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। আর শাদাব খান ২০ বলে ৫ চারে করেন ২৮ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩টি রান।

এছাড়া হাসান নাওয়াজ ০, ওমাইর ইউসুফ ৭, উসমান খান ৭, আব্দুল সামাদ ৪, জাহানদাদ খান ১, হারিস রউফ ৬*, সুফিয়ান মুকিম ০ ও মোহাম্মদ আলী করেন ০ রান।

মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিশাম। আর মোট ২৪৯ রান করে সিরিজ সেরা হন সেইফার্ট।