সারা বাংলা

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজনের পদ স্থগিত

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজনের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয়। পরে তা ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের দুজনের পদ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিন সদস্যের কমিটিতে রয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য মাছুমা খাতুন ও শাহমুন হাসান।

এর আগে, মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়।

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।