সারা বাংলা

‘নির্বাচন যত বিলম্ব হবে, আরেকটি ফ্যাসিস্ট মাথাচাড়া দেবে’

‘নির্বাচন যত বিলম্ব হবে, আরেকটি ফ্যাসিস্ট মাথাচাড়া দেবে’

অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘‘আপনাদের দায়িত্ব হলো কীভাবে আগামীতে স্বাধীন, নিরপেক্ষ, সর্বজনীন-স্বীকৃত নির্বাচন করবেন, সেটা। নির্বাচন যতই বিলম্ব হবে, আরেকটি ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে।’’

বুধবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনা এবং ৭-১২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘‘যে সংস্কারের কথা আপনারা বলছেন, এই সংস্কার ২০২৩ সালে ২৩ জুলাই তারেক রহমান ৩১ দফায় তুলে ধরেছেন। এই ৩১ দফার মধ্যে নির্বাচন থেকে শুরু করে সব বিষয়ের সংস্কারের কথা উল্লেখ আছে।’’

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবির আখন্দ। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মইনুল হোসেন চপল।