সারা বাংলা

তারাবি পড়ে ঘরে ফিরে দেখেন স্ত্রীর গলা কাটা লাশ

তারাবি পড়ে ঘরে ফিরে দেখেন স্ত্রীর গলা কাটা লাশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তারাবির নামাজ পড়তে মসজিদে যান মান্নান গাজী। এ সময় মুক্তা বেগম ঘরে একাই ছিলেন। মান্নান গাজী নামাজ শেষে ঘরে ফিরে দেখেন, খাটের ওপর স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে আছে।

এ ঘটনা জানাজানি হলে এলাকায় ডাকাত পড়েছে বলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’