সারা বাংলা

অভয়নগরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের অভয়নগরের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও স্কুলশিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারের অন্যতম উপদেষ্টা আব্দুল মজিদ সরদার, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ রেজোয়ান, ব্যবসায়ী আব্দুল কাদের মোল্লাসহ অনেকে।

বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবে শহীদদের অবদানের কথা স্মরণ করেন। সেই সঙ্গে পাঠাগারের মতো সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করার জন্য স শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। -সংবাদ বিজ্ঞপ্তি।