স্তন বৃন্ত দিয়ে রস নিঃসরণ হওয়াকে ‘নিপল ডিসচার্জ’ বলে। বিশেষজ্ঞরা বলছেন, নিপল ডিসচার্জ বিভিন্ন স্তন রোগের কারণে হয়ে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে ৫-১০% রোগীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বেশিরভাগের ক্ষেত্রে নিপল ডিসচার্জ স্তনের অন্যান্য রোগ বা সংক্রমণ থেকে হয়ে থাকে। অনেক সময় মানসিক রোগের কারণেও নিপল ডিসচার্জ হতে পারে।
ডা. আলী নাফিসা, সহযোগী অধ্যাপক, সার্জারি, অনকোপ্লাস্টিক, ল্যাবএইড ক্যান্সার ও সুপার স্পেসিয়ালিটি হাসপাতাল, ঢাকা একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘নিপল ডিসচার্জ হলে অনেকেই ভয় পেয়ে যান। কারণ এটা ক্যান্সারের লক্ষণ। কিন্তু এটাও ঠিক, নিপলে ডিসচার্জ হওয়া মানেই ক্যান্সার নয়।’’
এই চিকিৎসক বলছেন আক্রান্ত ব্যক্তির বয়স যদি ৩০ থেকে ৩৫ এর মধ্যে হয়ে থাকে তাহলে এতো ভয় পাওয়ার কিছু নেই। যদি এই নিপল ডিসচার্জটা একদিক থেকে হয়, একটি ব্রেস্টে হয় এবং নিয়মিত হয় তাহলে ভয় পাওয়ার ব্যাপার আছে। কোনো ধরনের স্পর্শ ছাড়াই যদি পোশাক ভিজে যেতে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আক্রান্ত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ এর নিচে হলে আল্ট্রাসনোগ্রাম করা লাগতে পারে। এর ওপরে হলে মেমোগ্রাম করা লাগতে পারে। যদি নিপল ডিসচার্জের ক্ষেত্রে রক্ত বের হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।