মিয়ানমারের জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেশটির মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে।
এদিকে, থাইল্যান্ডে ভূমিকম্পের ফলে রাজধানী ব্যাংককে একটি অসমাপ্ত ৩০ তলা ভবন ধসে পড়ার পর ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। খবর সিএনএন ও রয়টার্স।
স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪।
মিয়ানমারের সামরিক সরকার এখনো দেশটিতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহত সম্পর্কে তথ্য প্রকাশ করেনি।
অপরদিকে, মিয়ানমারের ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে ব্যাংককে একটি অসমাপ্ত ৩০ তলা ভবন ধসে পড়ার পর ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
মায়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে কয়েকশ মাইল দূরে অবস্থিত চাতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে পঞ্চাশ জন লোক ছিল।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সাতজন পালিয়ে গেছেন এবং আরও ৪৩ জন আটকা পড়েছেন।
পুলিশের বরাত দিয়ে এএফপি বার্তা সংস্থা আরও জানিয়েছে যে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।