সারা বাংলা

গোপালগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রামদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও এনায়েত হোসেন মিয়ার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজিদুর রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হত্যা মামলায় ইমরুল হাসানকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’