পরস্পরকে জড়িয়ে ধরে, মাথায় মাথা ঠেকিয়ে ফ্রেমবন্দি হয়েছেন রিনা দত্ত ও কিরণ রাও। তারা দুজনেই আমির খানের প্রাক্তন স্ত্রী। “সতিন মানেই শত্রু”— প্রচলিত এ কথা যেন ঈদুল ফিতরে ভুল প্রমাণ করলেন তারা!
পরিচালক কিরণ রাও তার প্রাক্তন স্বামী আমির খানের পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন। তার বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যার মধ্যে আমিরের প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে একটি সেলফিও রয়েছে। তাতে এমন দৃশ্য দেখা যায়। যদিও সেখানে আমির খানকে দেখা যায়নি।
একটি ছবিতে আমিরের মা জিনাত হোসেন নীল স্যুট পরে ক্যামেরাবন্দি হয়েছেন। এরপর কিরণ রাও, রিনা দত্ত, আমিরের দুই বোন নিখাত, ফারহাতের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। কিরণ রাও হলুদ রঙের স্যুট পরেন, রিনা দত্ত পরেছিলেন বেগুনি রঙের শারারা ড্রেস। তারা সকলেই হাসি মুখে ক্যামেরায় পোজ দেন।
আরেকটি ছবিতে আমির খান ও কিরণের ছেলে আজাদ রাও খানকে মধ্যাহ্নভোজের জন্য সবার সঙ্গে টেবিলে বসে থাকতে দেখা যায়। অভিনেতার মেয়ে ইরা খান, তার স্বামী নূপুর শিখরে এবং তার মা প্রীতম শিখরেও আমিরের বাড়িতে আয়োজিত ঈদ উদযাপনে অংশ নেন।
ঈদুল ফিতরের দিন আমির খান তার ছেলে জুনাইদ ও আজাদকে সঙ্গে নিয়ে ভক্ত-অনুরাগী, সংবাদমাধ্যমকে ঈদের শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে বের হন। তারা তিনজনই সাদা রঙের কুর্তা পরেছিলেন। ঈদের শুভেচ্ছা জানানোর পর সকলের মাঝে কাজু কাটলি বিতরণ করেন আমির খান।
ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।
রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।
দ্বিতীয় সংসার ভাঙার পর বেশ কিছুদিন সিঙ্গেল জীবনযাপন করার পর গৌরি স্পাট নামে বেঙ্গালুরুর এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। কিছুদিন আগে সকলের সঙ্গে তাকে পরিচয় করিয়েছেন ‘দঙ্গল’ তারকা। তবে ঈদুল ফিতরের দিনে গৌরিকে সেখানে দেখা যায়নি।